সোনাইমুড়ী ( নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মো: হাফিজুল হকের হস্তক্ষেপে অবৈধ ভাবে বহুতল ভবন নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার দুপুর ২টায় তিনি সরেজমিনে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন তিনি। সুত্রে জানা যায়,সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজার গান্ধি আশ্রম সড়কের উত্তর পাশে স্থানীয় কামরুল হাসান, ইউনুস ভ’ইয়া, সাইফুল ইসলামসহ মোট ১০জন সরকারী খাস জমিতে টিনসেট ঘরের জন্য একশনা বন্দেবাস্ত নিয়ে সেখানে অবৈধ ভাবে বহুতল ভবন নির্মান করতেছিল। উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) হাফিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে ভবন নির্মানের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্দোবাস্তকারীদের আজ (বুধবার) সন্ধ্যার মধ্যে সব ধরনের নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দেন। অন্যথায় আইনগত ব্যব¯’া গ্রহন করা হবে বলে জানান। এলাকাবাসীর অভিযোগ এভাবেই দীর্ঘদিন যাবত প্রভাবশালীদের ছত্রছায়ায় সরকারী খাস জায়গায় অবৈধ ভবন নির্মাণ করে আসছে এক শ্রেণীর ভ’মিদস্যুরা। জয়াগ ইউনিয়ন ভ’মি সহকারী কর্মকর্তা (তওশিলদার) হুমায়ন কবীর জানান, তিনি
এর পূর্বেও কাজে বাঁধা দিয়েছেন কিš‘ দখলকারীরা প্রভাবশালী হওয়ায় তা মান্য করেনি। পরে তিনি তা উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে কর্তৃপক্ষ নির্মাণ কাজ বন্ধ করে দেয়।