নগদ অগ্রসর মোবাইল ব্যাংকিং সার্ভিস । এক চেটিয়া মোবাইল ব্যাংকিং খাতের নানা ধরণের অনিয়ম, মানি লন্ডারিং, জঙ্গী অর্থায়ণ, ও সরকারী অর্থ সেবা রাষ্ট্র থেকে সরাসরি নাগরিকদের হাতে পৌঁছে দিতে নগদ মোবাইল ব্যাংকিং এর যাত্রা শুর“। নগদ এর এই ডিজিটাল পদ্ধতি ব্যাবহার করে কোন অসামঞ্জস্যপূর্ণ লেনদেন হলো কিনা সেই বিষয়গুলো নজরদারী ও আমলে নিয়ে থাকে নগদ। সম্প্রতি কতিপয় কিছু ই-কমার্স প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট অসামঞ্জস্যপূর্ণ লেনদেন চোখে পরার পর গ্রাহক ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিতের জন্য নগদের আধুনিক প্রযুক্তি বলে কিছু একাউন্ট স্ময়ংক্রিয় ভাবেবিগত হয়ে পড়ে। নগদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ও কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষা শেষে একাউন্টগুলো পুনরায় সচল করা হয়েছে। একই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যে ধাপে ধাপে যাচাই-বাছাই প্রক্রিয়া স¤পন্ন করে হোল্ড হয়ে থাকা অন্যান্য নগদ একাউন্টগুলোও দ্র“ত পুনঃসচল করার পদক্ষেপ নেওয়া হয়েছে। নগদ চালু হবার পর থেকেই বেসরকারী অন্যান্য সংস্থার অধীনে পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবার দৌড়াÍ কমে এসেছে। নগদের এমন জনবান্ধব সেবার বির“দ্ধে দেশী ও বিদেশী ষড়যন্ত্র ও নানা গুজব অগ্রযাত্রাকে প্রশ্নের মুখে পতিত করে। কিন্ত, নগদ তার অভিষ্ঠ লক্ষ্যে পৌছাতে কোন প্রকার সংকটে পরেনি।
সা¤প্রতি নগদেও বিপুর সংখ্যক একাউন্ট নিয়ে প্রশ্ন তোলা হয় তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যাচাই বাছাই পুর্বক সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে প্রায় পাঁচ হাজার নগদ একাউন্ট পুনঃসচল করা হয়েছে। গ্রাহক স্বার্থে একাউন্ট পুণরায় সচল করার জন্য যারা নগদের ওয়েব লিংকে তথ্য দিয়ে সহাযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে নগদ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্যে আমরা দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে কোন রকম গুজব কিংবা অপপ্রচারে কান না দেয়ার অনুরোধ করেছে ডাক বিভাগের অধীনে থাকা দেশের অন্যতম মোবাইল ব্যাংকিং সেবা দাতা এই প্রতিষ্ঠানটি।