মাদারীপুরের কালকিনিতে মোঃ বাচ্চু তালুকদার -(৫০) নামে এক কৃষকের রান্না ঘরে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে করে ওই এলাকার সাধারন জনগনের মাঝে চড়ম আতঙ্ক বিরাজ করছে। আজ রোববার সকালে এ বোমা বিস্ফোরনে ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়নের চরদৌলাত খান উত্তর কান্দী গ্রামের খলিল তালুকদারের কৃষক ছেলে বাচ্চু তালুকদারের রান্না ঘরে আজ সকালে হঠাত করে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে করে এলাকার সাধারন জনগনের মাঝে চড়ম আতঙ্ক বিরাজ করছে। তবে নির্বাচনকে সামনে রেখে মিলন প্যাদার লোকজনে এলাকায় মাঝে মধ্যে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটিয়ে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। এদিকে এক মাসের মধ্যে এ গ্রামে কয়েক দফা বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিশ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ‘প্রায় এক মাসের ব্যবধানে ৬/৭ বার আমাদের এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আতঙ্ক সৃষ্টির জন্য বার বার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর আগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। আমরা হত্যাকাণ্ড বা মারামারি চাই না। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ‘স্থানীয় দলাদলীর কারণেই এমন ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সচেষ্ট আছে। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।