সংকট থাকায় প্রবাসীদের ফাইজারের টিকা দান বন্ধ ছিল। বুধবার (২২ সেপ্টেম্বর) থেকে আবরও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ টিকা দেওয়া শুরু হয়েছে। প্রবাসী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তারা জানায়, ফাইজারের পাশাপাশি সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ এবং মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া চলমান রয়েছে।
ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, ‘আমাদের হাসপাতালে সকাল থেকে দুপুর পর্যন্ত ফাইজারের ভ্যাকসিন (প্রথম ডোজ) নিয়েছেন ৪২৬ জন। সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৬৫ জন এবং মডার্নার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ জন।’
তিনি আরও বলেন, ‘এখানে দুটি টিকা কেন্দ্রের মধ্যে একটি চালু রয়েছে। নিবন্ধনকৃতদের মধ্যে যারা এসএমএস পেয়েছেন, তারা ব্যতীত কেউ টিকা নিতে পারবেন না।’
প্রসঙ্গত, প্রবাসীরা বেশ কিছু দিন ধরে ফাইজারের টিকা নিতে না পেরে আন্দোলন করে আসছেন। আজ অনেকেই ফাইজারের প্রথম ডোজ নিতে পেরে আনন্দিত।