1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

টিকার জন্য ১১ কোটি সিরিঞ্জ কেনার প্রস্তাবে অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

সরকার কোভিড-১৯ ভাইরাস নিয়ন্ত্রণে সরকারি প্রচেষ্টা আরও জোরদার করতে জেএমআই সিরিঞ্জ এবং মেডিকেল ডিভাইস লিমিটেড থেকে প্রায় ১১ কোটি অটো ডিস্যাবল (এডি) সিরিঞ্জ এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও বেশি পরিমাণে ক্রয়ের একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির ২৬তম ভার্চ্যুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী কামাল বৈঠক শেষে সাংবাদিকদের জানান, স্বাস্থ্য সেবা বিভাগের অধিন ওষুধ প্রশাসনের মহাপরিচালক এই সিরিঞ্জগুলো ক্রয় করবে।

তিনি জানান, জেএমআই একটি সুপরিচিত কোম্পানি এবং এই প্রস্তাবের অধিন শুধু তাদের কাছ থেকেই সিরিঞ্জ ক্রয় করা হবে। অর্থমন্ত্রী আরও জানান, এই একই বৈঠকে জরুরি ভিত্তিতে সরবরাহের জন্য জি টু জি ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অতিরিক্ত ৮০ হাজার মেট্রিক টন এইচএফও ক্রয়ের অপর একটি প্রস্তাবও বৈঠকে নীতিগত অনুমোদন দেয়া হয়।- বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি