দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় রায় আগামী ১২ অক্টোবর ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (৪ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন। দীর্ঘ ১৩ বছর ধরে ঝুঁলে থাকা এ মামলাটির রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করলেন বিচারক।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইদুল হক শাহিন ভোরের কাগজকে জানান, এদিন মামলাটির যুক্তিতর্ক ছিল। সেটা শেষে আদালত আগামী ১২ অক্টোবর রায়ঘোষণার জন্য দিন ধার্য করেছেন।
জানা যায়, ২০০৮ সালের ১৩ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় বাবরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুদকের চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলার চার্জশিটে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়।
পরে একই বছরের ১৬ জুলাই দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়। এরপর একই বছরের ১২ আগষ্ট আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে বিভিন্ন সময়ে মামলাটির ৭ সাক্ষীর সকলের সাক্ষ্য গ্রহণ শেষ হয়।