‘শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে আজ সকালে শহরের প্রেরণা একাত্তর চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়। পরে স্কাউটস ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. রবিউল হোসেন, শিক্ষক নেতা মহিউদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবী জানান।