প্রি-কপ২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (৬ অক্টোবর) দিনগত রাত ১টা ৪০ মিনিটে রোমের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার, সংসদ সদস্য জাফর আলম ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম সম্মেলনে অংশ নেবেন।
এদিকে আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তৃতীয় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশ নেবেন স্পিকার।
এ সম্মেলনে আরও অংশ নেবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আদিবা আনজুম মিতা ও খোদেজা নাসরিন আক্তার হোসেন।
স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন উভয় সফরে তার সফরসঙ্গী হয়ে ঢাকা ছেড়েছেন। আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবেন স্পিকার।