র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেছেন, দেশে জুয়ার ব্যাপকতা ও জুয়ার কারণে খুনের ঘটনা বাড়ছে। জুয়া ও মাদকের ব্যাপকতা রোধে আমরা অভিযান পরিচালনা করছি। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের প্রায় সব জায়গায় আমাদের অভিযান চলছে। আমরা বিভিন্ন সময় জুয়াখেলা অবস্থায় অনেকজনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছি।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গত বছর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে সংঘটিত চাঞ্চল্যকর শাহাবুদ্দিন শেখ হত্যাকাণ্ডের মূল হত্যাকারী রাকিবকে গতকাল বুধবার গাজীপুরের কাপাসিয়ার গহীন শালবন থেকে গ্রেফতার করে র্যাব-১১।
আসামি রাকিবের দেওয়া তথ্যমতে জানা যায়, একটি এনজিও থেকে ব্যবসার জন্য নেওয়া ২৫ হাজার টাকা জুয়া খেলে নষ্ট করেন তারা। পরে লোন পরিশোধ করার জন্য ইজিবাইক ছিনতাই করার পরিকল্পনা করেন। এর পরিপ্রেক্ষিতে মুন্সিগঞ্জে ইজিবাইকচালক শাহাবুদ্দিন শেখ হত্যার শিকার হন।
এছাড়া সম্প্রতি জুয়া খেলার জেরে সারাদেশে বিভিন্ন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার খবর গণমাধ্যমে এসেছে।