ভারতের কেরালার কল্লাম জেলায় বিষাক্ত গোখরা সাপের ছোবল খাইয়ে স্ত্রী উথরাকে (২৫) হত্যায় অভিযুক্ত হয়েছেন সুরাজ (২৭) নামে এক যুবক।
গত বছরের মে মাসে এ ঘটনা ঘটে। সম্প্রতি সুরাজের বিরুদ্ধে স্ত্রীকে অদ্ভুত এ উপায়ে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।
আদালত এ ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিয়ে সুরাজকে কারাদণ্ড দিয়েছেন। সুরাজের ফাঁসির সম্ভাবনাও রয়েছে।
গেল বছরের প্রথম দিকে সম্পত্তির লোভে সুরাজ একটি ভাইপার জাতীয় সাপ ভাড়া করে তার কামড় খাওয়ায় উথরাকে। পরে উথরা হাসপাতালে ৫১ দিন লড়াই করে জীবন ফিরে পায়, কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। কার্যসিদ্ধি হয়নি দেখে আবার একটি গোখরা ভাড়া করে সুরাজ। এই গোখরা সাপের কামড়েই গত বছরের ৭ মে মারা যায় উথরা।
দুই বার সাপের কামড় নিয়ে উথরার বাবা এবং ভাইয়ের সন্দেহ হয়। পরে তারা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্ত করে আসল রহস্য উদঘাটন করে।
বিচারক তার রায়ে পুলিশের প্রশংসা করে বলেছেন, পুলিশ এই তদন্তে যেভাবে অগ্রসর হয়েছে তা প্রশংসার দাবি রাখে। এমনকি সাপ ভাড়া দিত যে ব্যক্তি সেই সুরেশকেও খুঁজে বের করার মধ্যে পুলিশের কৃতিত্ব আছে।