এডেন উপসাগরে দুটি ইরানি তেলের ট্যাঙ্কার দখলের চেষ্টাকারী জলদস্যুদের প্রতিহত করেছে ইরানি যুদ্ধজাহাজ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
ইরানের নৌবাহিনীর কমান্ডার ঘটনাটিকে ‘সামুদ্রিক সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দেন। তিনি শনিবার বলেন, দুটি নৌযানকে পাঁচটি নৌকায় চড়ে আসা জলদস্যুরা আক্রমণ করেছিল। অ্যাডমিরাল শাহরাম ইরানি যোগ করেন, ট্যাঙ্কার দুটিকে এসকর্ট করছিল কয়েকটি সেনাবাহিনীর জাহাজ। যার মধ্যে আলবর্জ ডেস্ট্রয়ারও ছিল। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যর্থ হয় জলদস্যুদের হামলাটি।
ইরানি বলেন, আক্রমণকারী নৌকাগুলোকে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করা হয়। কমান্ডোরা দ্রুত সাড়া দেওয়ার আক্রমণ প্রতিহত করা সহজ হয়। ইরানির মতে, ট্যাঙ্কার দুটি ওই এলাকা দিয়ে নিরাপদে চলে গেছে।
ইরানের নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে সোমালিয়ার জলদস্যুদের আক্রমণ থেকে নিজস্ব জাহাজকে রক্ষা করার জন্য এসকর্ট অপারেশন বাড়িয়েছে।
সূত্র : আলজাজিরা