1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

স্বাধীনতা বিরোধীরা আবারও অপচেষ্টায় লিপ্ত: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্বাধীনতা বিরোধী এবং ৭৫ এর পরবর্তী সময়ের ঘাতকরাই বার বার দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তারা ২০২১ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। তারাই নির্বাচনকে ইস্যু করে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে তাণ্ডব চালিয়েছে। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রা দেখে সুখী নয়। তারা আমাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চায়। তারা সব সময় তৎপর। তারা সময় খুঁজে নেয়।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃবৃন্দসহ পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রসহ আরও অনেকে। অনুষ্ঠানে ৮ উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি