স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
দুটি জিনিস ওমানে খুব বিখ্যাত। একটি রক মাউন্টেন আরেকটি পরিস্কার আকাশ। বাংলাদেশ দল সেই পাহাড় সমান সমান চাপে পড়বে নাকি পরিষ্কার আকাশে নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে সেটা বলে দেবে এই ম্যাচের ফলাফল।
ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সৌম্য সরকারের পরিবর্তে এই ম্যাচে খেলছেন নাইম শেখ।
বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।