উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব তথা শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল। বুধবার দিবাগত রাতে দশজনের অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে নাম লেখায় তারা।
এই জয়ে ৪ ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অলরেডরা। সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
প্রথম দেখায় অ্যাটলেটিকোর মাঠে কোনোরকমে ৩-২ গোলে জিতেছিল লিভারপুল। ফিরতি লেগে ঘরের মাঠে অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। এ সময় গোল করেন দিয়েগো জতা। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। দুটো গোলেই সহায়তা করেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড।
ম্যাচে ফেরার চেষ্টায় থাকা অ্যাটলেটিকো ৩৬ মিনিটে বড় ধাক্কা খায়। এ সময় তাদের খেলোয়াড় ফেলিপে লিভারপুলের মানেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় তদের।
দশজন নিয়ে খেললেও আর কোনো গোল হজম করেনি তারা। শেষ পর্যন্ত মানে ও জতার গোলে ভর করে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।