বাধ্যতামূলক পণ্যের অনুকূলে সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স না থাকায় সিরামিক ও কসমেটিকসের দোকানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (৭ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা।
দোকান দুইটি হচ্ছে- ফারুক ট্রেডাস ও পসরা। এর মধ্যে ফারুক ট্রেডাসকে গ্লাস এবং সিরামিক টেবিলওয়্যার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ছাড়া বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ছাড়পত্র ছাড়া আমদানি করা শ্যাম্পু, স্কিন পাউডার ও হ্যান্ড ওয়াশ পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে পসরাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) রেবেকা সুলতানা দায়িত্ব পালন করেন।