ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা সচিব অজয় কুমার ইসরায়েল ভ্রমণের কয়েক সপ্তাহ পরে উভয় দেশের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতাকে আরও জোরদার করতে জেনারেল নারাভানে ইসরায়েল গেলেন। দি প্রিন্ট
গত আগস্টে ভারতের এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া ইসরায়েল সফর করেন। জেনারেল নারাভানে বলেছেন ইসরায়েল সফরকালে দেশটির সমরবিদদের সঙ্গে তিনি তার দেশের সঙ্গে সামরিক সহযোগিতা আরো বৃদ্ধির বিষয়টি আলোচনা করবেন। ড্রোন, রোবট ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটারের ব্যবহার ভারতের প্রতিরক্ষা খাতে নিশ্চিত করতে জেনারেল নারাভানের এ সফর গুরুত্বপূর্ণ। ভারত ইসরায়েলী সামরিক হার্ডওয়্যারের প্রধান ক্রেতা। তবে এসব লেনদেন মূলত পর্দার আড়ালেই থেকে গেছে।