ভার্চুয়াল বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশ^ নেতা হিসেবে নিজেদের দায়িত্ব এভাবেই স্বীকার করেন। জবাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, দুই দেশ একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। সিএনএন
শি বাইডেনকে ‘আমার পুরানো বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিদ্বন্দ্বীদের অবশ্যই একসাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে।
জানুয়ারিতে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শি’র সঙ্গে ফোনে দুবার কথা বলেছেন, তবে শি করোনভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে বিদেশ ভ্রমণ করেননি।
শি ও বাইডেনের বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে টেলিফোনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাইওয়ানকে দুই দেশের মধ্যে বিরোধের মূল বিষয় হিসেবে তুলে ধরেন।