নিজস্ব প্রতিবেদকঃ গত ১৭ ই নভেম্বর ২০২১ তারিখে ঢাকা মাল্টি এগ্রিকালচার এর পক্ষে বিবাদী এটিএম জাহাঙ্গীর কবীরের দায়ের করা একটি মামলায় গ্রেফতার হয় কেরানীগঞ্জের আবু সাঈদ। তার বিরুদ্ধে আনিত অভিযোগ দলিল জালিয়াতির মাধ্যমে ভূয়া নামজারি করা। গত ৬ নভেম্বরে ২০২১ এ জাহাঙ্গীর কবির বাদি হয়ে ৪২০/৪৬৮/৪৬৮/৪৭১/১০৯ ধাড়ায় আবু সাইদের নামে মামলা দায়ের করে। সূত্রমতে জানা যায় তারও আগে বাদী জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে গত ৩০/১০/২০২১ এ বিবাদী আবু সাইদ তার পৈত্রিক সম্পত্তি দখল, ড্রেজারের মাধ্যমে বালু ভরাট এবং প্রান নাশের আশঙ্কায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করে। এর কিছুদিন আগে স্যাটেলাইট টেলিভিশন ও বিভিন্ন পত্র পত্রিকায় আবু সাইদ কে তার পৈত্রিক সম্পত্তি দখলের প্রতিবাদে ঢাকা মাল্টি এগ্রিকালচার এর বিরুদ্ধে মানব বন্ধন করতে দেখো গেছে। এলাকা বাসীর কাছে অভিযুক্ত আবু সাইদ সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, “আবু সাইদ এক জন অসুস্থ বয়স্ক লোক, ঢাকা মাল্টি এগ্রিকালচার কোম্পানি তথা বসুন্ধরা গ্রুপ তার পৈত্রিক সম্পত্তি দখলে নিচ্ছে যেনে তিনি খুব অসুস্থ হয়ে পড়ে। এ বয়সে তার জেল হাজতে থাকা অমানবিক ” আবু সাইদ সম্পর্কে তার ঘনিষ্ঠ জন মজিবুর রহমান বলেন এ বয়সে তার প্রতি অন্যায় করছে বসুন্ধরা গ্রুপ, সম্পদ দখলের জন্য তারা এসব করছে। বাদী জাহাঙ্গীর কবিরের সাথে যোগাযোগ করতে চাইলে তার মুঠোফোন এর সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয় নাই।