স্পোর্টস ডেস্ক : সফর নিয়ে কোনো সংশয় নেই। সেটা বোঝা গেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পর্যবেক্ষক কমিটির পর্যবেক্ষণের পরের সংবাদ সম্মেলনেই। সফর নিশ্চিত ধরেই এগোচ্ছে দুই বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ আগামী বছর জানুয়ারি মাসের প্রথম ভাগেই ঢাকা আসতে পারে, এমন পূর্বাভাসও দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। সে খবর চাউর হয়ে গেছে আগেই। তবে ক্যারিবীয়রা ঠিক কত তারিখে আসবে, কয় ম্যাচের টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলবে; সেই ধোঁয়াশা এখনও কাটেনি। বোঝাই যায়, ভেতরে ভেতরে দুই বোর্ডের মধ্যে কথা চালাচালি হচ্ছে। তবে আজ (সোমবার) বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান দিয়েছেন নতুন তথ্য।আকরাম খান জানিয়েছেন, ‘৭-৮ জানুয়ারি নয়। ওয়েস্ট ইন্ডিজের ঢাকা আসতে আসতে আগামী বছরের ১০ থেকে ১২ জানুয়ারি লেগে যাবে।’ এদিকে ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধানের কন্ঠে মিলেছে একটি অন্য খবর। সেটি হলো, ক্যারিবীয়দের পক্ষ থেকে ম্যাচ কমানোর আবেদন করা হয়েছে। এ প্রসঙ্গে আকরাম পরিষ্কার কোনো মন্তব্য না করে শুধু বলেছেন সীমিত ওভারের ম্যাচ কমে যেতে পারে। তা নিয়েই কথা চলছে। আকরাম খান বলেন, ‘টেস্ট দুটিই হবে। তবে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা কমে যেতে পারে। এমনিতে তিন ম্যাচের সিরিজ আয়োজনের কথা আছে।’
এদিকে শেরে বাংলার আশপাশের গুঞ্জন, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ থেকে ওয়ানডে অথবা টি-টোয়েন্টি সিরিজ না খেলার প্রস্তাব দেয়া হয়েছে। অর্থাৎ সীমিত ওভারের সিরিজ থেকে যে কোনো একটি ফরমেট বাদ পড়তে পারে।