বর্ধিত ভাড়া নিয়ে সর্বত্র যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় সহ নানা অসন্তোষ বিরাজ করছে। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বিআরটিএ। প্রত্যেকটি যাত্রীবাহি বাসে বিআরটিএ’র নির্ধারিত ভাড়ার তালিকা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরটিএ। আজ বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জেএটিভি/ জাতীয় অর্থনীতিকে বলেছেন, নির্ধারিত ভাড়ার তালিকা বিআরটিএ’র দায়িত্ব প্রাপ্ত অফিসারদের স্বাক্ষর সহ বিআরটিএ’র লগো দিয়ে প্রত্যেকটি বাসে টানানো বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে যাত্রীদের কাছ থেকে কোন বাস শ্রমিক নির্ধারিত ভাড়ার বেশী নিতে পারবে না।
অপর দিকে যাত্রী সাধারণ বিআরটিএ’র দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা স্বাক্ষর সহ লগো দেখে ভাড়া পরিশোধ করবে। এতে বর্তমান ভাড়া নিয়ে যে তিক্ততা চলছে সেটি নিরসন ঘটবে। অপর দিকে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে যে অসন্তোষ চলছে বিষয়টি নিরসনে আগামী শনিবার ২৭ নভেম্বর, ২০২১ তারিখে বাস মালিক ও শ্রমিক সংগঠন সমূহকে নিয়ে বিআরটিএ সভার আয়োজন করেছে বলে বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন।