আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের পরিবহনমন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল-জাসেরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত দুই দিনের বিনিয়োগ সম্মেলনে সোমবার (২৯ নভেম্বর) পর্যন্ত অংশগ্রহণ করবেন তারা।
বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। প্রতিনিধি দলটির সদস্যরা এই ইচ্ছা প্রকাশ করেছেন।
বিনিয়োগ সম্মেলনে অংশ নিচ্ছেন সৌদি বন্দর কর্তৃপক্ষের সভাপতি ওমর বিন তালাল হারিরি এবং সৌদি বিনিয়োগের ভাইস মিনিস্টার বদর ইবরাহিম।
ঢাকায় আসা সৌদি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আকওয়া পাওয়ার, ইঞ্জিনিয়ার ডাইমেনশন টু এলএলসি, রেড সি গেটওয়ে টার্মিনাল প্রভৃতি।