স্পোর্টস ডেস্ক : রোনালদো ইতালি উড়ে যাওয়ার পর মেসি-রোনালদো দ্বৈরথটা যে আবার দেখা যেতে পারে, এমনটা অনেকেই প্রত্যাশা করেনি। সেই সুযোগটিই তৈরি করে দিয়েছে চ্যাম্পিয়নস লিগ। তবে গ্রুপ পর্বের প্রথম লেগে রোনালদো করোনায় ছিটকে যাওয়ায়, সেই দ্বৈরথের অপেক্ষাটা বাড়িয়েছে শুধু। কিন্তু মঙ্গলবার দিবাগত রাত ২টায় আর কোনও ভুল হচ্ছে না। বার্সেলোনা-জুভেন্টাস লড়াইয়েই দেখা মিলছে মেসি-রোনালদোর দ্বৈরথ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন রোনালদো। এর ফলে রং হারিয়েছে ঐতিহ্যবাহী এল ক্লাসিকো। যেখানে মেসি-রোনালদোর দ্বৈরথটা শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সেই দ্বৈরথটাই দেখা যায়নি গত দুই বছর! অথচ এই দুই কিংবদন্তির লড়াইকে ঘিরে আলাদা উত্তাপ থেকেছে সব সময়। তাই দল পাল্টালেও ন্যু ক্যাম্পে আজ দুজনের ধ্রুপদি লড়াই দেখার অপেক্ষায় থাকবেন সবাই।
তবে গ্রুপ পর্বে দলীয় পারফরম্যান্সের কথা বিবেচনায় নিলে এগিয়ে আছে মেসির দলই। অক্টোবরে দুজনের মুখোমুখি হওয়ার কথা থাকলেও করোনায় সেই ম্যাচে খেলতে পারেননি পর্তুগিজ যুবরাজ। পেনাল্টি থেকে মেসির এক গোলে ওই ম্যাচ ঠিকই ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বার্সা। আজ সেই ম্যাচের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে রোনালদোর। একই সঙ্গে তাদের লড়াইয়ের ওপরই নির্ভর করছে, গ্রুপ সেরা হচ্ছে কারা। তবে দুটি দলই নকআউট নিশ্চিত করায় সবার চোখ থাকবে মেসি-রোনালদোর ব্যক্তিগত লড়াইয়ের দিকেই। দুই বিশ্বসেরার মুখোমুখি হওয়ার দিনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে নামছে পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিপজিগ। এইচ গ্রুপে ম্যানইউ, পিএসজি, লিপজিগের সমান ৯ পয়েন্ট। ফলে তিনটি দলেরই নকআউটে যাওয়ার সুযোগ থাকছে। বাসাকশেহিরের বিপক্ষে পিএসজি জিতলে শেষ ষোলোতে কোয়ালিফাই করবে কিন্তু হেরে গেলে সেক্ষেত্রে সুযোগ থাকবে ম্যানইউ-লিপজিগের। তারা ড্র করলেই এক সঙ্গে নিশ্চিত করবে নকআউট। পিএসজি-বাসাকশেহিরের ম্যাচটি রাত ২টায় দেখাবে সনি টেন-৩। একই সময়ে লিপজিগ-ম্যানইউর ম্যাচটি সম্প্রচার করবে সনি টেন-১।