চট্টগ্রাম টেস্টে ভরাডুবির পর এখন চোখ ঢাকা টেস্টে। টাইগার কাপ্তান মুমিনুল হকের আশা, ভুল থেকে শিক্ষা নিয়ে ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াবে দল।
এদিকে, ইনজুরির কারণে প্রথম টেস্টে দলে ছিলেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আশার কথা হচ্ছে, ঢাকা টেস্টে দলের সেরা এই তারকা ক্রিকেটারকে পাওয়া যাচ্ছে।
এছাড়া শেষ টি-টোয়েন্টি ম্যাচে অপ্রত্যাশিতভাবে হাতে চোট পাওয়ায় বাদ যান পেসার তাসকিন আহমেদও। তাকেও ফেরানো হয়েছে শেষ টেস্টে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সাকিব-তাসকিনকে নিয়েই ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলীয় সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ নাঈম। মিরপুর শের-ই- বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর।
একনজরে বাংলাদেশের স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।
একনজরে পাকিস্তানের স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।