স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ডেভিড ওয়ার্নারকে পাওয়ার আশা করেছিল অস্ট্রেলিয়া। সুস্থ হতে সময় লাগবে দেখে আশা ছাড়তেই হলো অজিদের। কুঁচকির চোটে অ্যাডিলেডের দিবা-রাত্রির টেস্ট থেকে পুরোপুরি ছিটকে গেছেন এই ওপেনার। তার সুস্থ হতে কমপক্ষে আরও দশ দিন লাগবে। তবে সুস্থ হয়ে ২৬ ডিসেম্বরের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন তিনি।
ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট লেগেছিল ওয়ার্নারের। যে কারণে সংক্ষিপ্ত ফরম্যাটের বাকি সিরিজেও খেলতে পারেননি। ওয়ার্নার অবশ্য বলেছেন, সময় হিসেবে যথেষ্ট দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তিনি। কিন্তু পুরো ফিটনেস পেতে আরও সময় প্রয়োজন, ‘আমার মনে হচ্ছে আমি এই কম সময়ে যথেষ্ট উন্নতি করেছি। কিন্তু আমার জন্য সব থেকে ভালো কাজটি হবে পরিপূর্ণ ফিটনেস পেতে কাজ করে যাওয়া।’ চোটের আগে দারুণ ছন্দে ছিলেন ওয়ার্নার। তাই তার না থাকা বড় ধাক্কা হয়ে এসেছে স্বাগতিকদের জন্য। দুই ওয়ানডেতে তিনি খেলেছেন ৬৯ ও ৮৩ রানের ইনিংস। এই অবস্থায় ওপেনিং জুটি নিয়ে বিশেষভাবে ভাবতেই হচ্ছে অজি ম্যানেজমেন্টকে।