ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। সবশেষ ব্যালন ডি অর পুরস্কারে সেরা পাঁচে না থাকলেও, ক্যারিয়ারে আগেই পাঁচবার এই ট্রফি জিতে রেখেছেন পর্তুগিজ সুপারস্টার। অথচ এখন কি না তিনি নিজ দেশেরই সেরা ফুটবলার নন!
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জ্যাক উইলশায়ার। তার মতে, বর্তমানে পর্তুগালের খেলোয়াড়দের মধ্যে সেরার স্থানটি সন্দেহাতীতভাবে ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার বার্নার্দো সিলভার।
উইলশায়ার বলেছেন, ‘এখন ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা পর্তুগিজ? এই মুহূর্তে বার্নার্দো সিলভা সেরা। প্রিমিয়ার লিগ খেলা সেরা পর্তুগিজ খেলোয়াড় এখন বার্নার্দো সিলভা।’
তবে আর্সেনালের সাবেক মিডফিল্ডার বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন যে, পুরো ক্যারিয়ারের হিসেবে নয়; বরং বর্তমান ফর্ম বিবেচনায় শুধু রোনালদোর চেয়ে এগিয়ে বার্নার্দো সিলভা। যিনি পেপ গার্দিওলার অধীনে ম্যান সিটির অধীনে দুর্দান্ত খেলছেন।’
বার্নার্দোর প্রশংসায় উইলশায়ার আরও বলেন, ‘আমি বার্নার্দোকেই সবার ওপরে দেখছি, বিশেষ করে কার্যকরিতার দিক থেকে। যদি আগামীকাল কোনো ম্যাচ থাকে, আমি অবশ্যই বার্নার্দোকে আমার দলে নেবো। সে নিজের দায়িত্ব বোঝে এবং ঠিকঠাক তা পালন করে।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে রোনালদোর চেয়ে এগিয়ে বার্নার্দো সিলভা। পুরো ক্যারিয়ার বিবেচনায় আমি বলছি না যে সে (বার্নার্দো) রোনালদোর চেয়ে ভালো। রোনালদো অনেক কিছুই করে দেখিয়েছে।’