1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

ভারতের প্রতিরক্ষাপ্রধানকে নিয়ে ভেঙে পড়া কপ্টার রাশিয়ার তৈরি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়া সেনাবাহিনীর এমআই-১৭-ভি-৫ হেলিকপ্টারটি ছিল রাশিয়ার তৈরি। এই সেনা টি এমআই ৮-এর উন্নততর সংস্করণ। এ ধরনের কপ্টারের বিশেষত্ব হলো এর ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী। অধিক ভার বহনে সক্ষম।

রাতের অন্ধকারে অনায়াস গতিবিধি এবং উন্নততর নিরাপত্তাব্যবস্থার জন্য সুনাম রয়েছে এই কপ্টারের। রাওয়াতকে নিয়ে এই কপ্টার উড়েছিল দুর্গম পাহাড়ি এলাকায় ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজের পরিদর্শনে যাওয়ার জন্য।

এমআই-১৭-ভি-৫-এর বৈশিষ্ট্য বলছে— এই কপ্টার একমাত্র অতি উচ্চতায় উড়তে অসুবিধায় পড়ে। তা ছাড়া যে কোনো ধরনের ভৌগোলিক এলাকায় এর সহজ যাতায়াত।

রাওয়াতের কপ্টার যেখানে ভেঙে পড়ে, তার উচ্চতা অবশ্য এমন কিছু বেশি ছিল না বলেই জানা গেছে।রাওয়াতের কপ্টারে মোট ১৪ জন আরোহী ছিল। সাধারণ কপ্টারের হিসেবে সংখ্যাটি বেশি। তবে ‘ভি ৫’ সর্বাধিক ২৪ জন আরোহীকে বহন করতে পারে। এর ওজন বহন করার ক্ষমতা সাত হাজার কেজি। এর মধ্যে ভেতরে চার হাজার কেজি। বাইরে ঝুলিয়ে নিতে পারে আরও তিন হাজার কেজি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি