নিজস্ব প্রতিবেদক : দৈনিক জাতীয় অর্থনীতিতে অ্যাপের মাধ্যমে রাষ্ট্র ও দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ২ ডিসেম্বর ২০২০ তারিখের প্রকাশিত প্রতিবেদন সরকারের শীর্ষ মহল অবগত হবার পর ২ ডিসেম্বর ২০২০ তথ্য মন্ত্রণালয়ের পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা (সচিব) সুরথ কুমার সরকার স্বাক্ষরিত একটি চিঠি বিকাশ কর্তৃপক্ষকে পাঠান। চিঠিতে উল্লেখিত প্রতিবেদনের সূত্র ও সচিত্র প্রতিবেদনের ব্যাখ্যা চাওয়া হয়। গতকাল ৯ ডিসেম্বর বিকাশের পক্ষ থেকে চীফ এক্সটার্নাল এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার স্বাক্ষরিত একটি জবাব পিআইডির প্রধান তর্থ কর্মকর্তার কাছে পাঠানো হয়। বিষয়টি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জাতীয় অর্থনীতিকে নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, বিকাশের অ্যাপসে প্রচারিত ভিডিও সম্পর্কে সংক্ষিপ্তাকারে জবাবে বলা হয়েছে যে, Bkash তার সেবার সম্পর্কে গ্রাহককে অবহিত করতে কখনও কখনও নিজস্ব অ্যাপে বিকাশ সেবা সংক্রান্ত লিংক পাঠায়, যা তৃতীয় পক্ষীয় সামাজিক গণমাধ্যমে দেখা যায়। Bkash এর উক্ত ভিডিও দেখা শেষ ব্যবহারকারীর পূর্বের ব্রাউজিং এর ইতিহাস বিবেচনায় নিয়ে তৃতীয় পক্ষীয় সামাজিক গণমাধ্যম বিভিন্ন ভিডিও সুপারিশ করে। যার সঙ্গে Bkash এর কোন সম্পর্ক নেই। বিকাশের এই ব্যাখ্যার সঙ্গে ডিজিটাল আইন তথ্যপ্রযুক্তি বিষয়ক ধারার কোন মিল নেই। ডিজিটাল আইন ২০২০ তে এ ধরনের প্রচার অপরাধ। আর Bkash কখনও তার গ্রাহককে সতর্ক করে বলেনি, তাদের অ্যাপসে তৃতীয় পক্ষের লিংক ভিডিও আসতে পারে। তাদের কোন বিজ্ঞাপনেও এমনটি তারা বলেনি। ৫ কোটি গ্রাহক। সবাইতো পিএইচডি ধারী শিক্ষিত নন। কম শিক্ষিত, অর্ধ শিক্ষিত গ্রাহক যখন এই বিজ্ঞাপন দেখার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে, তখন এর দায় Bkash এড়াতে পারে না বলে আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার মনে করেন। তিনি বলেন, ডিজিটাল আইন অনুসারে নিশ্চয়ই এটি আইনের আওতায় পড়ে। আইনজীবী ড. কুতুব উদ্দিন চৌধুরী বলেছেন, তাদের অ্যাপসে রাষ্ট্রবিরোধীসহ যে কোন নেতিবাচক ভিডিও বা কনটেন্ট তৃতীয় পক্ষ যে ব্যবহার করে প্রচার করতে পারে তারা কি সেটি জনগণ, রাষ্ট্র, সরকার ও তাদের গ্রাহককে অবহিত করে কোন আবেদন নিবেদন এমনকি বিজ্ঞপ্তি প্রচার করেছিল? যদি না করে থাকে তাহলে তারা দায় এড়াতে পারে না। যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০২০ এর ২৫ ধারায় পরিষ্কারভাবে লিপিবদ্ধ রয়েছে।
বিকাশ যে ব্যাখ্যা দিয়েছে, তাতে তারা কৌশলে স্বীকার করে নিয়েছে যে, তাদের প্রচারিত অ্যাপসে তৃতীয় পক্ষ প্রবেশ করে ভিডিও প্রচারের সুপারিশ করে। এটি তারা জানে। যা ২৫ ধারায় (২)-তে অপরাধ হিসেবে বলা হয়েছে।