1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন

ওমিক্রনের বাড়বাড়ন্তে ভারতে ফের সতর্কতা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে ভারতে। এরই মধ্যে দেশটিতে ওমিক্রন রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এতে ভারতের ১৯টি জেলাকে ‘সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আবারও সতর্কতা জারি করেছে দেশটি।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনার নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ছে। সেখানে এ পর্যন্ত ১০১ জনের শরীরে ওমিক্রনের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এ অবস্থায় সবাইকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে তারা।

ভারতীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ভিড়ের মধ্যে গেলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে এবং অনাবশ্যক ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত জনসমাগমের মধ্যে না যাওয়াই ভালো।

রাজধানী দিল্লিতে নতুন করে ১০ জনের ওমিক্রন শনাক্তের পরপরই এই নির্দেশনা দিয়েছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে করোনার আগের ঢেউগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র ওমিক্রন সংক্রমণের দিক থেকেও এগিয়ে। সেখানে এ পর্যন্ত ৩২ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

এর বাইরে কর্ণাটক, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্র প্রদেশে ওমিক্রন রোগী পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি