নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। যদিও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন-যাত্রায় ফিরছে মানুষ। তবে এখনো কার্যকরী কোন ভ্যাকসিন প্রয়োগ শুরু না হওয়ায় সংক্রমণ ও মৃত্যু প্রতিদিন বেড়েই চলছে। সোমবার (১৪ ডিসেম্বর) রোববারের তুলনায় দেশে নতুন রোগী শনাক্ত ও মৃত্যু উভয়ই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৭৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের ৭ দিনে দেশে যথাক্রমে ১৩৫৫, ১৩২৯, ১৮৮৪, ১৮৬১, ২১৫৯, ২২০২ ও ২১৯৮ জন রোগী শনাক্ত হয়। সর্বশেষ তথ্য অনুসারে- দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৬ হাজার ৪২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ১০ দশমিক ৬৯ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। রোববার দেশে ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ২৯ লাখ ৮৬ হাজার ৪৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৬ দশমিক ৪৯ শতাংশ পজিটিভ। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। গত ৩০ জুন দেশে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ জুলাই ও ২৬ আগস্ট দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ জুন করোনায় মারা যান ৫৩ জন। গত ৭ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ৩২, ৩৪, ১৯, ৩৭, ২৪, ৩২ ও ৩৬ জন। সর্বশেষ তথ্য অনুসারে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৯ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৯৪৯ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ০৯ শতাংশ।