নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ প্রথম দিন জি এম কাদেরের নেতৃত্বে সংলাপে যাবে জাতীয় পার্টি।
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, বিকাল চারটায় বঙ্গভবনে যাবে জাতীয় পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দল।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সংসদের প্রধান বিরোধী দল হিসেবে প্রথমে জাতীয় পার্টিকে আনুষ্ঠানিকভাবে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
পর্যায়ক্রমে নির্বাচন কমিশনে নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ অনুষ্ঠিত হবে।