ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগদানের ঘটনা সারা বিশ্বেই ভূরি ভূরি আছে। এবার সদ্য অবসরে যাওয়া ভারতের তারকা স্পিনার হরভজন সিংও রাজনীতিতে যোগদানের ইঙ্গিত দিয়েছেন। আজ শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে ২৪ ঘণ্টা আগে অবসর নেওয়া হরভজন জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন। কিন্তু কোথায় যোগ দেবেন, সেটা ঠিক করতে পারছেন না।
এই মাসের শুরুতে পাঞ্জাব কংগ্রেসের প্রধান তথা সাবেক ক্রিকেটার নভজ্যোত সিধু হরভজনের সঙ্গে একটি ছবি পোস্ট করার পর তাঁর রাজনৈতিক ইনিংস নিয়ে জল্পনা শুরু হয়েছিল। হরভজন বলেছেন, ‘ক্রিকেট-পরবর্তী ভবিষ্যৎ নিয়ে এখনো কিছু ঠিক করিনি। আপাতত আমি ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকব। ক্রিকেটের কারণেই মানুষ আমাকে চেনে। আমার রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হলে আমি সবাইকে জানাব।’
রাজনৈতিক দলের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে হরভজন আরো বলেন, ‘সত্যি বলতে, আমি এটা নিয়ে ভাবিনি। আমার কাছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগ দেওয়ার প্রস্তাব আছে। আমাকে খুব ধীরে-সুস্থে ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি এটা সব দিক না ভেবে নিতে চাই না। যেদিন মনে করব আমি রাজনীতি করতে প্রস্তুত, সেদিন জানাব।’