কলকাতার উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের এ সাবেক অধিনায়ক। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ক্লিনিক্যালি সুস্থ ঘোষণা করেছে।
হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও করোনামুক্ত হননি গাঙ্গুলি। উডল্যান্ডস হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী ডাকাত রুপালি বসু জানিয়েছেন, এখন থেকে বাকি সময় নিজের বাড়িতেই আইসোলেশনে থাকবেন বিসিসিআই সভাপতি। তার সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে থাকবেন ডাক্তার সপ্তর্শি বসু ও ডাক্তার সৌতিক পান্ডা।
গত রোববার (২৬ ডিসেম্বর) হালকা জ্বরে আক্রান্ত হয়েছিলেন গাঙ্গুলি। পরে সোমবার সকালে কোভিড-১৯ টেস্ট করা হলে পজিটিভ শনাক্ত হন তিনি। সেদিনই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে এখন তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, গাঙ্গুলির পরিবারের বাকি সদস্যদের কারও কোনো সমস্যা হয়নি। তার পূর্ব অসুস্থতার কারণে হাসপাতালের পরিবর্তনে বাড়িতেই আইসোলেশনে থাকতে বলা হয়েছে। করোনাভাইরাসের দুই ডোজ টিকাই নেওয়া হয়েছে গাঙ্গুলির।