আলকোইয়ানোর বিপক্ষে আগের বছর যেভাবে অঘটনের শিকার হয়েছিল রিয়াল মাদ্রিদ, কিছুক্ষণের জন্য তারই পুনর্মঞ্চায়ন হওয়ার শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত অবশ্য তা হতে দেয়নি তারা। দ্বিতীয়ার্ধে দুই মিনিটে আরও দুটি গোলে কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছে কার্লো আনচেলত্তির দল। স্প্যানিশ কাপ নামে পরিচিত টুর্নামেন্টে বুধবার রাতে শেষ বত্রিশের ম্যাচে তৃতীয় সারির দলটির মাঠে ৩-১ গোলে জিতেছে রিয়াল।
৬৬তম মিনিটে দারুণ নৈপুণ্যে সমতা টানেন দানি ভেগা। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক ঝটকায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে উঁচু শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।
জেগে ওঠা শঙ্কা অবশ্য ১০ মিনিট পরই দূর করে দেয় রিয়াল। ৭৬তম মিনিটে এদেন আজারের ছোট পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে দলকে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা মার্কো আসেনসিও।
আর ৭৮তম মিনিটে আলকোইয়ানোর গোলরক্ষক হুয়ানের আত্মঘাতী গোলে শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয় রিয়ালের।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর গত রবিবার লা লিগায় গেতাফের মাঠে হেরে বসে রিয়াল। ওই ধাক্কা ও আলকোইয়ানোর বিপক্ষে সবশেষ অঘটনের ইতিহাস মিলিয়ে একটা শঙ্কা তো ছিলই। তবে তাতে কাঁবু হয়নি আনচেলত্তির দল। আগামী শনিবার লা লিগায় ঘরের মাঠে ভালেন্সিয়ার মুখোমুখি হবে স্পেনের সফলতম ক্লাবটি।