প্রতিপক্ষের রক্ষণে অধিকাংশ সময় চাপ ধরে রেখেও কোনো সুযোগ পাচ্ছিল না বার্সেলোনা। উল্টো হজম করে একটি গোল। তবে দ্বিতীয়ার্ধে ছয় মিনিটে দুই গোল করে কোপা দেল রের শেষ ষোলোয় উঠে গেছে শাভি এরনান্দেসের দল। স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় বুধবার রাতে শেষ বত্রিশের ম্যাচে লিনারেস দেপোর্তিভোকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমার্ধে ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে আক্রমণ করে যায় বার্সেলোনা। কিন্তু নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। এই সময়ে গোলের উদ্দেশ্যে ১১টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে সফরকারীরা, সেটিও অবশ্য তেমন ভাবাতে পারেনি লিনারেস গোলরক্ষককে।
উল্টো ১৯তম মিনিটে দারুণ এক পাল্টাআক্রমণে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই এগিয়ে যায় তৃতীয় সারির ক্লাব লিনারেস। ডান দিক থেকে সতীর্থের ক্রস ছয় গজ বক্সের বাইরে পেয়ে দারুণ কোনাকুনি হেডে গোলটি করেন দিয়াস।
দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা দেম্বেলের নৈপুণ্যে ৬৩তম মিনিটে সমতার দেখা পায় বার্সেলোনা। অস্কার মিনগেসার পাস ধরে একজনের চ্যালেঞ্জ টপকে প্রায় ২২ গজ দূর থেকে জোরালো শটে দূরের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।
ছয় মিনিট পরই আরেকটি দারুণ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। নিকো গনসালেসের পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দুজনের মধ্যে দিয়ে এগিয়ে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার হুতগ্লা।
৭৫তম মিনিটে ক্রিস্তিয়ান কারাসেদোর জোরালো শট পোস্টের ওপরের দিকে বাধা পেলে বড় বাঁচা বেঁচে যায় বার্সেলোনা। তিন মিনিট পর ব্যবধান বাড়তেও পারত; তবে দেম্বেলের শট ক্রসবার কাঁপায়।
ব্যবধান ধরে রেখে বাকি সময়টা পার করে দেয় গতবারের চ্যাম্পিয়নরা। আগামী শনিবার লা লিগায় গ্রানাদার মাঠে খেলতে নামবে বার্সেলোনা।