জাপানের কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, দেশটিতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজারেরও বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত চার মাসের মধ্যে এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা।
রাজধানী টোকিওতে চার মাসেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো দৈনিক শনাক্ত দুই হাজার ছাড়িয়েছে। বুধবার সেখানে নতুন করে দুই হাজার ১৯৮ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ সংখ্যা আগের দিনের প্রকাশিত পরিসংখ্যানের দ্বিগুণেরও বেশি। আগের দিন শনাক্তের এ সংখ্যা ছিল ৯৬২। আগের সপ্তাহের চেয়ে এ সংখ্যা পাঁচগুণ বেশি।
সরকারি হিসাবে জাপানে এ পর্যন্ত ১৭ লাখ ৭৮ হাজার ৮২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৪০৭ জনের মৃত্যু হয়েছে।
খবর দ্য জাপান টাইমস