কয়েক মাসের মধ্যে দেশে তথ্যপ্রযুক্তি খাতে ৮০০ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে। আর বাংলাদেশ আইসিটি সেক্টর থেকে একশটি দেশে ১.৪ বিলিয়ন ডলার রপ্তানী করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ রবিবার সকালে আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে নবনির্বাচিত বিসিস সদস্যদের সঙ্গে রূপকল্প-২০৪১ বাস্তবায়ন তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি ও বেসরকারিভাবে ঐক্যবদ্ধ চেষ্টার ফলে তথ্য প্রযুক্তি শিল্পে উন্নয়ন করা সম্ভব হয়েছে। আগামিতে ৫ মিলিয়ন ডলার রপ্তানীর পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে জানান প্রতিমন্ত্রী।
কয়েক মাসের মধ্যে দেশে তথ্যপ্রযুক্তি খাতে ৮০০ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে উল্লেখ্য করে প্রতিমন্ত্রী বলেন ভবিষ্যতে আরও আসবে।