সারাদেশে নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে ৯২ প্রতিষ্ঠানকে সাত লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৩৪টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
fine2.jpg
অভিযানে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৪০টি বাজারের ৯২টি প্রতিষ্ঠানকে সাত লাখ ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট, পাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অভিযানে সহযোগিতা করেন।