1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন

বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়তে চায় অস্ট্রিয়া

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক এবং তারা বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর কার্ল নেহাম্মার।

চ্যান্সেলর বলেন, অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক, বাংলাদেশের সাথে তারা অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার শুক্রবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং ১০ মিনিট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ইহসানুল করিম বলেন, উন্নয়ন সহযোগিতার বিষয়টি এবং অস্ট্রিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগের জন্য চ্যান্সেলরকে আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিনিয়োগের জন্য খুবই উপযোগী।’

প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানালে অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

প্রথমদিকে ১ দশমিক ৫ মিলিয়ন করোনা ভ্যাকসিন উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার চ্যান্সেলরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

কার্ল নেহাম্মার এ সময় উল্লেখ করেন, ভবিষ্যতে বাংলাদেশের যদি আরো ভ্যাকসিন লাগে তা তারা দিতে প্রস্তুত রয়েছে।
সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি