1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

অসন্তোষ যেন না হয়, তা বিবেচনায় গ্যাসের দাম বাড়ানোর কাজ চলছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

গ্রাহক অসন্তোষ যেন না হয়, তা বিবেচনায় গ্যাসের দাম বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (৬ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির টিকাটুলির জোনাল অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, মূল্যবৃদ্ধি করবে বার্ক (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)। গ্রাহক অসন্তোষ যেন না হয়, সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে। মূল্য অবশ্যই সহনীয় পর্যায়ে রাখা উচিত।

এখন বিপিসি শুধু ডিজেলেই প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি টাকা লোকসান করছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জ্বালানির অপচয় কমাতে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখা হবে। প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়ী ব্যবহার ও এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির কার্যক্রম বাড়ানো হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান কার্যক্রম চলমান।

এ সময় তিতাসের ফাইল ও অফিস ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, অটোমেশনে দ্রুত যেতে হবে।

গ্যাস ও বিদ্যুতের মূল্য, তেলের মূল্য, প্রিপেইড মিটার, গ্যাস পাইপলাইন ও গ্যাস পাইপের লিকেজ, গ্যাসের অপচয়, তিতাসের দুর্নীতি বিষয়ে খোলামেলা আলোচনা করেন প্রতিমন্ত্রী।

এ সময় টিকাটুলির জোনাল অফিস তাদের লোকবল কমসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রতিমন্ত্রীকে জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি