নতুন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই রাষ্ট্রপতির কাছে নাম পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া সিভিল সোসাইটি, সাংবাদিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা হবে বলে জানান তিনি।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের মিটিংয়ে আমরা নিজেদের মধ্যে পরিচয়পর্ব শেষ করেছি। আগামী মঙ্গলবার কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগে শনিবার এবং রোববার সিভিল সোসাইটি, সাংবাদিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা বসবো।