1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন

বিদ্যুৎ-জ্বালানি খাতে ঋণ দিতে চায় ইইউ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন ক্ষেত্রে অনুদান বা ঋণ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া জলবিদ্যুতের জন্য নেপাল ও ভুটানে বাংলাদেশের সঙ্গে বিনিয়োগে আগ্রহী ইইউ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এসময় বিনিয়োগের এই আগ্রহের কথা জানান তিনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত গ্রিন ট্রানজিশন, স্মার্ট গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি, নেপাল-ভুটানের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা প্রভৃতি খাতে অনুদান বা ঋণ দিয়ে জ্বালানি খাতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। ইউরোপিয়ান বিনিয়োগ ব্যবহারের মাধ্যমে এ অর্থায়ন করা হবে।

রাষ্ট্রদূত এ সময় সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুতের অভ্যন্তরীণ উৎপাদন নিয়েও আগ্রহ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করতে চাই। ক্লিন জ্বালানি, বিতরণ খাতের ডিজিটালাইজেশন, স্মার্ট মিটার, স্মার্ট গ্রিড, ভূগর্ভস্থ তার, জ্বালানি খাতের আধুনিকায়ন প্রভৃতি খাতে একসঙ্গে কাজ করা যেতে পারে।

ইউরোপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণকেন্দ্র করার কাজও একসঙ্গে করা যেতে পারে। ক্রমাগত উন্নয়নের ফলে গ্যাস ও বিদ্যুতের চাহিদা উত্তরোত্তর বাড়ছে বলেও জানান নসরুল হামিদ।

তিনি আরও বলেন, জলবিদ্যুতের জন্য বাংলাদেশ নেপাল ও ভুটানে বিনিয়োগ করতে চায়। ইউরোপীয় ইউনিয়ন এখানে অংশ নিতে পারে। এছাড়াও ইইউ-এর সঙ্গে কোন কোন বিষয়ে যৌথভাবে কাজ করা যায় তা খুঁজে বের করতে যৌথ টিমের সমন্বিতভাবে কাজ করার কথাও বলেন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি