1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

স্বৈরাচারবিরোধী দিবস আজ, শহীদদের স্মৃতিস্তম্ভে সহযোদ্ধাদের শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

১৯৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি এরশাদ সরকারের পুলিশের গুলীতে নিহত হন জাফর-জয়নাল-দীপালী সাহাসহ ১০ ছাত্রনেতা।

তারা মজিদ খান শিক্ষানীতির বিরুদ্ধে স্মারকলিপি দিতে শিক্ষা ভবনের দিকে যাচ্ছিলেন। সেই রক্তদান বৃথা যায়নি, সরকার ওই শিক্ষানীতি স্থগিত করতে বাধ্য হয়। সেই সময়কার ছাত্রনেতারাই এখন জাতীয় নেতা, তারা বরাবরের মতো কার্জন হল ও শিক্ষা ভবনের সামনে শিক্ষা ও গণতন্ত্র স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের হয়। মিছিল যখন কার্জন হল পার হচ্ছে গুলীবর্ষণ শুরু করে পুলিশ। সেই মিছিলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময়কার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মী তসলিমা রানা নীলা।

১. তিনি বিবিসি বাংলাকে বলেছেন, আমরা দৌড়ে কার্জন হলে ঢুকে গেলাম। বেশ কয়েক ঘণ্টা থাকলাম। তারপর বিকালের দিকে যখন অবস্থাটা একটু স্বাভাবিক হল, তখন আমরা আবার বটতলায় চলে এলাম।

২. ডাকসুর সেই সময়কার সাধারণ সম্পাদক ডা. মোশতাক হোসেন বলেছেন, ‘আমরা দেখেছি পুলিশ অনেক মৃতদেহ ট্রাকে করে নিয়ে যাচ্ছে। শুধু জয়নাল নামের একজন ছাত্রকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পারি। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে সেই মৃতদেহ বটতলায় নিয়ে এসে আমরা বিক্ষোভ করি।

৩. তিনি বলেন, সেদিন পুলিশের গুলিতে অন্তত ৫০ জন নিহত হয়েছিল বলে আমরা ধারণা করি। কিন্তু দুজনের মৃতদেহ পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনী বাকি মৃতদেহগুলো গুম করে ফেলে। হতাহতের সংখ্যার বিষয়ে তখন সকারিভাবে কোন বক্তব্য দেয়া হয়নি।

৪. ১৯৮২ সালের ২৩ সেপ্টেম্বর তখনকার শিক্ষামন্ত্রী ড. মজিদ খান একটি নতুন শিক্ষানীতির প্রস্তাব করেন। সেখানে প্রথম শ্রেণী থেকেই আরবি ও দ্বিতীয় শ্রেণী থেকে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয়। উচ্চশিক্ষা অর্জনের জন্য মাপকাঠি করা হয় মেধা অথবা পঞ্চাশ শতাংশ ব্যয়ভার বহনের ক্ষমতা।

৫. এই নীতি ঘোষণার পর থেকেই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
৬. স্বৈরাচার বিরোধী দিবসের স্মৃতিচারণ করে সে সময়কার শীর্ষ ছাত্রনেতা শফি আহমেদ বলেন, ছাত্রসংগ্রাম পরিষদের যে ১০ দফা ছিলো, তিন জোটের যে রূপরেখা ছিলো, পরবর্তী সরকারগুলো সেগুলো বাস্তবায়ন করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি