বিপিএল ফাইনালের ঠিক আগের দিন ছিল ট্রফি নিয়ে দুই দলের অধিনায়কের অফিসিয়াল ফটোশুট। কিন্তু সেদিন সাংবাদিকরা জানতে পারেন, বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানের বদলে ফটোশুট করবেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। কারণ হিসেবে একেক জনের থেকে একেকরকম বক্তব্য পাওয়া যায়। পরে জানা যায়, সাকিব ফটোশুট ফেলে ব্যক্তিগত বিজ্ঞাপনের শুটিংয়ে গেছেন! এই ঘটনায় ফরচুন বরিশালকে শোকজ কর হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজকের ফাইনাল ১ রানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হেরে গেলেও টুর্নামেন্টসেরা হয়েছেন সাকিব। ম্যাচ শেষে বিসিবি সভাপতির কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, বায়ো বাবল ভেঙে সাকিব কীভাবে বাইরে গেলেন? জবাবে পাপন বলেন, ‘আমি আপনাদেরকে বলি যতগুলো সিরিজ কিংবা টুর্নামেন্ট হয়েছে, আমরা কিন্তু এটা ছাড় দেইনি। এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের উপর দায়িত্ব ছিল। বিসিবির আন্ডারে আমরা ছাড় দেইনি। ‘
ফরচুন বরিশালকে শোকজ করা হয়েছে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ইতিমধ্যে ফ্র্যাঞ্চাজিকে শোকজ করা হয়েছে। বায়ো বাবল ভেঙ্গে বাইরে গেলো কিভাবে? কারণ আমরা ফ্র্যাঞ্চাজিদেরকে নির্দেশনা দিয়েছিলাম কিভাবে বায়ো বাবল মেনটেইন করতে হবে। এটা ব্রেক হয়েছে, সেটার জন্য তাদের শোকজ করা হয়েছে। টুর্নামেন্টের মাঝে তো কিছু করা সম্ভব না। টুর্নামেন্ট শেষ হয়েছে এখন যা করার করবে। অবশ্যই কেউ আইন ভাঙ্গুক এটাতো প্রশ্নই উঠে না। ‘