হিজাব পরে শিক্ষার্থীরা যাতে শ্রেণিকক্ষে উপস্থিত হতে পারেন, সে সুযোগ করে দিতে শুক্রবার এ পরিবর্তন আনা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কর্নাটকে হিজাব নিয়ে বিতর্ক চলার মধ্যে কোনো কলেজের পক্ষে এ ধরনের সিদ্ধান্ত প্রথম।
ইসুরুর ডিডিপিইউ’র ড. শ্রীনিবাসন মুর্তি বলেন, ‘চার শিক্ষার্থী হিজাব ছাড়া শ্রেণিকক্ষে আসতে চাচ্ছিলেন না এবং বিক্ষোভ দেখাচ্ছিলেন।’
তিনি বলেন, ‘কিছু সংস্থা তাদের প্রতি সমর্থন জানিয়েছে। আমি কলেজটি আজ পরিদর্শন করেছি এবং সবার সঙ্গে এ নিয়ে কথা বলেছি।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে কলেজ ঘোষণা করেছে যে, তারা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরাতে ইউনিফর্ম নীতি পরিবর্তন করছে।’
ইতোমধ্যে কর্নাটকের হাইকোর্ট এক অন্তবর্তী আদেশে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব, গেরুয়া শাল ও অন্য ধর্মীয় পোশাক নিষিদ্ধ ঘোষণা করেছে।
এ আদেশ অমান্যের জেরে শুক্রবার কর্নাটকের তুমাকুরু কলেজের ২০ শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর দাখিল করেছে পুলিশ।
সম্প্রতি কর্নাটনের একাধিক কলেজ হিজাব পরে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশে বাধা প্রদান করে। এর জেরে বিক্ষোভে নামেন অনেক শিক্ষার্থী।