1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়তে বলেছে ইউক্রেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

যুদ্ধের আশঙ্কায় রাশিয়ায় অবস্থারত নাগরিকদের দ্রুত রাশিয়া ত্যাগের অনুরোধ করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে শতাধিক রাশিয়ান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। খবর আল–জাজিরার

আজ বুধবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতামূলক এক বিবৃতিতে এ অনুরোধ জানিয়েছে। এতে ইউক্রেনের নাগরিকদের রাশিয়া ভ্রমণ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যে রাশিয়ায় অবস্থান করছেন, তাঁরা যেন অতিসত্বর দেশটি ত্যাগ করেন।

সম্প্রতি পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দোনেৎস্ক এবং লুহানস্ককে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই ঘোষণার পর রাশিয়ান পার্লামেন্ট সদস্যসহ ৩৫১ রাশিয়ান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেনের পার্লামেন্ট। এরপর দেশটির পার্লামেন্ট এই সতর্কতা জারি করল।

এদিকে আত্মরক্ষার জন্য নাগরিকদের কাছে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দিতে যাচ্ছে ইউক্রেন। পার্লামেন্টের অধিবেশনে ইতিমধ্যে আইনের একটি খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

আইনটির খসড়া প্রস্তুতকারী এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্র ও সমাজের স্বার্থে এই আইন করা হচ্ছে। তিনি আরও বলেন, নাগরিকদের হুমকি ও ঝুঁকি থেকে বাঁচাতে আইনটির দরকার ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি