(২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে প্রায় ১০ কেজি ওজনের এসব সোনার বার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ভেতর থেকে ওইসব সোনারবার জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বিষয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।