নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আজকের শিশুরাই আগামীর পথ প্রদর্শকের দায়িত্ব পালন করবে, তারাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা বিনির্মাণ করবে।
তিনি আরও বলেন, প্রাইমারী স্কুলের শ্রেনী কক্ষে পাঠদান শুরু হলে আমরা বুঝতে পারব করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় তাদের মানষিক ভাবে কি পরিবর্তন এসেছে তা বুঝা যাবে। তবে বর্তমান সরকার চেষ্টা করেছে , আমাদের শিক্ষা ব্যবস্থার যেন ক্ষতি না হয়। তাই অনলাইনে ও সংসদ টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্য্যক্রম চালু রেখে ছিল।
আজ শনিবার ( ২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের উদ্যোগে ধনতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফয়সাল হাসান। এসময় ফান্ডেশনের মহাসচিব মোঃ তানভির মতিন চৌধুরী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সম্পাদক এটিএম মামুন, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে একদিনে ১ কৌটি ডোজ কোভিড-১৯ টিকা কার্য্যক্রম উদ্বোধন ও উপজেলার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পে আওতায় প্রধানমন্ত্রীর উপহার “বীর নিবাস” নির্মাণ কাজের ভিক্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।