কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ভারত-বাংলাদেশের সম্পর্কে কোনো সমস্যা তৈরি করবে না। চীনের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক, ভারতের সঙ্গে সম্পর্কের ওপর কোনো অবনতি ঘটাবে না। ফলে দুই দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো থাকবে। বাংলাদেশ সরকার সব দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চায়।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজায় আয়োজিত ভারতীয় অতিথিদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী একথা বলেন। রাজশাহীতে অনুষ্ঠিত চার দিনব্যাপী বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় আসা ভারতের ৩৬ জনপ্রতিনিধিকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় আব্দুর রাজ্জাক বলেন, এ সাংস্কৃতিক মিলনমেলা দুই দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটাবে। দুই দেশের মধ্যে আভ্যন্তরীণ যোগাযোগ আরও সুদৃঢ় হবে। সম্পর্কের উন্নতি ঘটলে কোনো অপশক্তি আমাদের এই অঞ্চলে কোনো প্রভাব ফেলতে পারবে না।
সাংস্কৃতিক মিলনমেলা উপলক্ষে এ মিলনমেলায় অংশ নিতে ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল, শিল্পী সাংস্কৃতিক কর্মীসহ ৩৬ জনের প্রতিনিধি দল এসেছে। এদিন সকালে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপহারস্বরূপ রাজশাহী সিটি করপোরেশনকে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স দেন।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সংসদ সদস্য ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সন্ধ্যায় রাজশাহী কলেজ মাঠে দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সকালে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা জানান অতিথিরা।