1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব পালিত

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের উদ্যোগে দিনব্যাপী

অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। ২৫ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মাঠে এক মনমুগ্ধকর

আয়োজনের মাধ্যমে এই বসন্ত উৎসব পালিত হয়। উৎসব উপলক্ষে নানা ধরণের পিঠা-পুলি, পায়েশ,

ফুচকা, নাচ, গান, খেলাধুলা, হ্যান্ডিক্রাফট, সেল্ফি বুথ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বসন্তের বাহারি রঙে নিজেদের সাজায় ফার্মেসী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রাকৃতিক

সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাসে ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের পক্ষ থেকে ৫ স্টলে অর্ধশতাধিক

দেশীয় পিঠার পসরা সাজানো হয়। যা দেখে মুগ্ধ হন আমন্ত্রিত অতিথিরা।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাননীয়

উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। এসময় তিনি আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন,

যেকোন বিশেষ দিন মানেই অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ভিন্ন আমেজ বিরাজ করে। বাংলার

ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়;

ফার্মেসী বিভাগের শিক্ষার্থী উম্মে সালমা, দিল আনজুমান, রোকেয়া আক্তার সূচি, জান্নাতুল

ফেরদৌস, নিশান পারভেজ, বদরুন নাহার ববি, আরাফাত আরা রাহা ও উম্মে হাফসা যাদের প্রচেষ্টা

সুন্দর ও সফল হয় এই উৎসব। এছাড়া, উৎসবে আরো ছিলো হাড়িভাঙা, মার্বেলদৌড় বিভিন্ন

আকর্ষণীয় খেলা।

এ সময় আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য প্রফেসর ড. এম শাহীন খান,

রেজিস্ট্রার জনাব মো: আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: কামরান চৌধুরী,

ফার্মেসী বিভাগের এডভাইজর প্রফেসর ড. মো: আসলাম হোসেন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান আসমা

কবির, আই.এম.সি. টিমের সদস্যরা, অন্যান্য বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও

কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি