বঙ্গবন্ধুর উপর শিশুদের চলচ্চিত্র নির্মাণে বরাদ্দ বাড়ানো হবে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন।
১মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় জাগরণ টিভি কার্যালয় (লেভেল-১১, পদ্মা লাইফ টাওয়ার, ১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, ঢাকা ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন প্রাপ্ত শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ এর মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরকারের অনুদানপ্রাপ্ত শিশুতোষ চলচ্চিত্র “মাইক” এর মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.এ.এস.এম মাকসুদ কামাল, চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাড. সানজিদা খানম, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, তারিক আনাম খান, তানভীন সুইটি, নাদের চৌধুরী সহ মাইক চলচ্চিত্রের কলাকুশলী বৃন্দ।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন আইপিটিভি ওনার্স ফোরামের সমন্বয়ক জে এ টিভি চেয়ারম্যান দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরী।